Header Ads

ক্লাব ফুটবলে লগ্নীকরণে ইস্টবেঙ্গল আনল লা লিগা কিংবা ইপিএলের ধারা
ইনসাইড নিউজ ডেস্কঃ এমনটা আগে কখনও ঘটেনি ভারতীয় ফুটবলে। ৫ জুলাই, ২০১৮ তে যেটা করল লাল-হলুদ ক্লাব। ক্লাবে ঢুকে পড়ল বিশাল লগ্নীকারী সংস্থা। ভারতের প্রথম সারির ব্যবসায়িক সংস্থা কোয়েস গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল।এখন থেকে আর কিংফিশার ইস্টবেঙ্গল নয়, বরং বলতে হবে কোয়েস ইস্টবেঙ্গল এফসি। কোয়েস গ্রুপের সঙ্গে ১০ বছরের চুক্তি লাল-হলুদের। তারাই খুঁজে আনবে স্পনশর। বলা যায় এই টালমাটাল পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ লাল-হলুদের। যা এর আগে ভারতীয় ফুটবলে হয়নি। এমনটা হয়ে থাকে লা লিগা বা ইংলিশ প্রিমিয়ার লিগে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন আইএফএ, ফেডারেশন এবং আইএমজিআর-এর কর্তারা। ইস্টবেঙ্গলের এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপের সাক্ষী থাকলেন তাঁরাও। গোটা ভারত জুড়ে কোয়েস কর্প লিমিটেডের বিশাল ব্যবসা। সম্প্রতি যাদের ব্যবসা ছড়াচ্ছে বিদেশেও। 

No comments

Powered by Blogger.