Header Ads

ব্রেকিং নিউজ: পিছিয়ে গেল কলকাতা লিগ। কিন্তু কেন?জানতে পড়ুনইনসাইড নিউজ ডেস্ক: ঠিক ছিল জুলাইয়ের শেষে শুরু হবে কলকাতা লিগ। কিন্তু হঠাৎ করেই সিএফএল পিছিয়ে যাওয়ার খবর। হ্যাঁ পিছিয়ে যাচ্ছে লিগ। জুলাইয়ের পরিবর্তে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে ময়দানি ফুটবলে সেরা হওয়ার লড়াই।

আগে ঠিক ছিল ২৫ জুলাই থেকে মাঠে নামবে কলকাতার তিন প্রধান। কিন্তু এখন পরিস্থিতি বলছে, আগস্টের প্রথম সপ্তাহের আগে মাঠে নামবে না। কিন্তু হঠাৎ করে লিগ পিছিয়ে যাওয়ার কারণ কী?

কারণ আর কিছুই নয়। টিভি সম্প্রচার সমস্যা। টিভিতে ম্যাচ সম্প্রচার করার জন্য মাঠের যে সুবিধে থাকা দরকার তা এই মুহূর্তে নেই মাঠগুলোতে। তার জন্যই কাজ চলছে। তাছাড়া বলতে হবে বর্ষার কথা। এবং শিল্ডের খেলা থাকার জন্যও কিছু মাঠের অবস্থার আরও অবনতি হয়েছে। তাই কলকাতা লিগ একটু পিছিয়ে হচ্ছে আগস্টে।

No comments

Powered by Blogger.