Header Ads

নতুন অবতারে প্রাক্তন এটিকে কোচ মোলিনা। জেনে নিন...

ইনসাইড নিউজ ডেস্ক: এটিকে সমর্থকদের ভোলার কথা নয় হোসে ফ্রান্সিসকো মোলিনার নাম। তাঁর কোচিংয়েই যে ২০১৬ তে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে। সেই মোলিনার মুকুটে এবার বড়সড় সম্মানের পালক জুড়ল।এবার স্পেনের জাতীয় দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। এক সময় ফুটবলার হিসাবে তো স্পেনের জাতীয় দলে ছিলেন। এবার হলেন ম্যানেজমেন্টের অংশ। স্পেনের জাতীয় দলের নতুন স্পোর্টিং ডিরেক্টর হলেন মোলিনা।

No comments

Powered by Blogger.