Header Ads

কাশিম আইদারার খেলা আটকে দিল মিনার্ভা। কীভাবে? জানতে ক্লিক করুনইনসাইড নিউজ ডেস্ক: আইএফএ-এর নিয়ম অনুযায়ী, লিগের প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে আইএফএ অফিসে গিয়ে সংশ্লিষ্ট ফুটবলারকে সই করে আসতে হয়। নইলে সে ফুটবলার মাঠে নামতে পারবেন না। ঠিক সেটাই ঘটল লাল-হলুদের বিদেশি ফুটবলার কাশিম আইদারার ক্ষেত্রে।

আইএফএ অফিসে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারলেন না এই মিডিও। তাই প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না তাঁর। আর এক্ষেত্রে কারণ মিনার্ভা পঞ্জাব।

কিছুতেই তারা যেন লাল-হলুদের পিছু ছাড়ছে না। মিনার্ভাকে ২৫% ট্রান্সফার ফি পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তাদের কাছ থেকে এখনও NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এসে পৌঁছোয়নি কলকাতার ক্লাবের কাছে। যেটা আশা করা হচ্ছে, বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই এসে যাবে। তাই প্রথম ম্যাচের পরেই হয়ত মাঠে নেমে পড়তে পারবেন কাশিম।

No comments

Powered by Blogger.